1) আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি কথাটিব্যবহার করেন - ১৮৬৯ খ্রিস্টাব্দে
2) বাস্তুতন্ত্রে খাদ্য অ খাদকের সম্পর্ককে বলা হয় - ফুডচেইন
3) দুটি বাস্তুতান্ত্রিকজীবও গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে বলে - ইকোটোন
2) বাস্তুতন্ত্রে খাদ্য অ খাদকের সম্পর্ককে বলা হয় - ফুডচেইন
3) দুটি বাস্তুতান্ত্রিকজীবও গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে বলে - ইকোটোন
4) কোনো নিদিষ্ট স্থানের সকল প্রজাতিরজীবকে একত্রে বলে - বায়োটা
5)জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটাতে পারে তাদের বলে - নেকটন
6) ভারতের জাতীয় জনসংখ্যা নীতি মন্ত্রীসভায় অনুমোদন পায় - ২০০০ সালে
7) ভারতের জনসংখ্যা ১০০ কোটিতে পৌঁছায়- ২০০০ সালের ১১ই মে
8) স্টকহোম সম্মেলনে যোগদান করে + ১১৩ টি দেশ
9) বালকো আন্দোলন হয়েছিল - উড়িষ্যা রাজ্যে
10) পেট্রোলিয়াম কথার অর্থ - পাথর সঞ্চিত তেল
11) চিপকো কথার অর্থ - জড়িয়ে ধরা
12) ভূপাল গ্য্যস দুর্ঘটনা ঘটে -১৯৮৪ সালে
13) বায়ুদূষণ সম্পর্কিত আইন পাশ হয় - ১৯৭৭ সালে
14) হিরোসিমা দিবস পালিত হয় - ৬ই আগস্ট
15) পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি গরম অনুভব হয় - আসানসোল -এ l০ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতহয় - দার্জিলিং জলপাইগুড়িরপার্বত্য অঞ্চলে
16 ) কিসের সাহায্যে সমুদ্রের গভীরত নির্ণয় করা হয়?উত্তর . প্রতিধ্বনি
17). যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কী হয়?উত্তর . সূর্যগ্রহণ
18). রের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করারকারণ কী?উত্তর . বিদ্যুৎ এর অপচয় কম করার জন্য
l9. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর . ভিটামিন D৫.
20) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিত্সাপদ্ধতি কে কী বলা হয়?উত্তর . টেলিমেডিসিন
21). সরদি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর . ভিটামিন – সি
22). মানুষের রক্তের pH কত?উত্তর . 7.4
23). পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়?উত্তর. ইস্ট
খুব ভালো পোষ্ট,অনেক তথ্য জানতে পারলাম,প্রত্যেকে খুব উপকৃত হবে ,আপনাকে অশেষ ধন্যবাদ।
ReplyDelete