?affrid=alapanol

Wednesday, 16 September 2015

কিছু জানা অজানা

প্রশ্ন :অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর :জুলিয়া গিলার্ড।
প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর :সেক্সপিয়ার।
প্রশ্ন :ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা
উত্তর :২৭।
প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর :ল্যাক্টিক।

প্রশ্ন :দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর : আব্রাহাম লিংকন।
প্রশ্ন :ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর :মোসাদ।
প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তর : চন্দ্রাবতী।
প্রশ্ন :আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?
উত্তর :উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন :আন্তর্জাতিক আণবিক সংস্থা কবে ইউরেনিয়াম জ্বালানি ব্যাংক গঠনেরপ্রকল্প অনুমোদন করে?
উত্তর :৩ ডিসেম্বর ২০১০।
প্রশ্ন : রাশিয়া উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার নাম কী?
উত্তর : ড্যাড অব অল বোম্বস।
প্রশ্ন : ২৬ জানুয়ারি ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি চিরতরে হারিয়ে যায়?
উত্তর : বো।
প্রশ্ন : সামাজিক ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন : জাতীয় জন্মনিবন্ধন দিবস কবে পালিত হয়?
উত্তর : ৩ জুলাই।
প্রশ্ন : 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?
উত্তর :প্রমথ চৌধুরী।
প্রশ্ন : বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
উত্তর :বিদ্যাসাগরের।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
উত্তর :মানসী।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?
উত্তর : শরদিন্দু শেখর চাকমা।
প্রশ্ন : মারি বার্গাস কোন দেশের লেখক?
উত্তর :স্প্যানিশ।
প্রশ্ন : ২০১০ সালে মূকাভিনয়ের জন্য একুশে পদক লাভ করেন
উত্তর : শিল্পী পার্থপ্রতিম মজুমদার।
প্রশ্ন : 'দ্য হার্ট লকার' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর : ক্যাথরিন বিকেলো।
প্রশ্ন : থাইল্যান্ডের বর্তমান রাজার নাম কী?
উত্তর :ভূমিবল আদুলাদেজ।
প্রশ্ন : ওয়েবসাইট 'উইকিলিস'-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
উত্তর : অস্ট্রেলিয়ার।
প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?
উত্তর : নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা।
প্রশ্ন : মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী?
উত্তর : চতুর্দশ।
প্রশ্ন : 'জীবন বিনিময়' কবিতাটি গোলাম মোস্তফার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : বুলবুলিস্তান।
প্রশ্ন : রাজা শশাঙ্কের রাজধানী ছিল
উত্তর :কর্নসুবর্ণ।
প্রশ্ন :'গুলিস্তা' নামের মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
উত্তর :এস. ওযাজেদ আলী।
প্রশ্ন :ইরানের পুরনো নাম কী?
উত্তর : পারস্য।
প্রশ্ন : বিশ্বের কোন দেশের সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা 'লাল শার্ট' বাহিনী নামে পরিচিত?
উত্তর :থাকসিন সিনাওয়াত্রা [থাইল্যান্ড]
প্রশ্ন : কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?
উত্তর :ফিলিস্তিন।
প্রশ্ন : ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন দেশের নাগরিক?
উত্তর :সুইজারল্যান্ড।
প্রশ্ন : ২০১০ সালে কোন বাংলাদেশি ম্যাগসেসে পুরস্কার পান?
উত্তর : এএইচ নোমান খান।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী?
উত্তর :পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশ কোনটি?
উত্তর : চীন।
প্রশ্ন : ১১তম এসএ গেমসের মাস্কট কী?
উত্তর :কুটুম (দোয়েল)।
প্রশ্ন : রংপুর বিভাগ বাংলাদেশের কততমবিভাগ?
উত্তর : সপ্তম।
প্রশ্ন : বাংলাদেশে শহর ও নগরের সংখ্যা কত?
উত্তর : ৫২২টি।
প্রশ্ন : লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
প্রশ্ন : আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর : ওলেসি জিরগা।
প্রশ্ন :বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর :রাষ্ট্রপতি।
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
উত্তর :হরমুজ প্রণালী।
প্রশ্ন :বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
উত্তর :১০টি।
প্রশ্ন :'চলিষ্ণু অভিধান' বলে পরিচিত ছিলেন
উত্তর :ড. মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন :হাড় ও দাঁত শক্ত করে
উত্তর :ক্যালসিয়াম।
প্রশ্ন :'সারপ্লাস ভ্যালু অব লেবার' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর :কার্ল মাকর্স।
প্রশ্ন :জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
উত্তর :ট্রিগভ্যালি [নরওয়ে]।
প্রশ্ন :জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
উত্তর :সাতটি।
প্রশ্ন :জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
উত্তর :মোহাম্মদ উল্লাহ।
প্রশ্ন :বিশ্বের পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রথম কোথায় প্রচলিত হয়?
উত্তর :যুক্তরাজ্য।
প্রশ্ন :তামা ও টিনের মিশ্রণে হয়
উত্তর :ব্রোঞ্জ।
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?
উত্তর :বলিভিয়ায়।
প্রশ্ন :চিলি কোথায় অবস্থিত?
উত্তর :দক্ষিণ আমেরিকায়।
প্রশ্ন :বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা
উত্তর :ডব্লিউ এ এস ওডারল্যান্ড।

No comments:

Post a Comment