?affrid=alapanol

Friday, 4 September 2015

ভূগোলের কিছু জানা অজানা

বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:-
১) সূর্যোদয়ের দেশ – জাপান
২) ভূ-স্বর্গ – কাশ্মীর
৩) নিষিদ্ধ দেশ – তিব্বত
৪) নিষিদ্ধ নগরী – লাসা
৫) মুক্তার দ্বীপ – বাহরাইন

৬) সমুদ্রের বধু – গ্রেট বিটেন
৭) নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে
৮) সাদা হাতির দেশ – থাইল্যান্ড
৯) বাজারের শহর – কায়রো
১০) নীল নদের দেশ – মিশর
১১) আগুনের দ্বীপ – আইসল্যান্ড
১২) প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ
১৩) জবজ্রপাতের দেশ – ভূটান
১৪) সোনালী তোরণের শহর –
সানফ্রান্সিসকো
১৫) ইউরোপের ককপিট – বেলজিয়াম
১৬) স্কাই স্ক্রাপার্সের শহর –
নিউইয়র্ক
১৭) ব্রিটেনের বাগান – কেন্ট(ইংল্যান্ড)
১৮) মসজিদের শহর – ঢাকা
১৯) সাদা শহর – বেলগ্রেড(যুগোস্
লাভিয়া)
২০) মুক্তার দেশ – কিউবা
২১) বাতাসের শহর – শিকাগো
২২) হাজার দ্বীপের দেশ –ফিনল্যান্ড
২৩) মন্দিরের শহর – বেনারস
২৪) মরুভুমির দেশ – আফ্রিকা
২৫) নীরব শহর – রোম
২৬) পবিত্র ভুমি – প্যালেস্টাইন
২৭) ভূমিকম্পের দেশ – জাপান
২৮) সাত পাহাড়ের শহর – রোম
২৯) দক্ষিণের গ্রেট ব্রিটেন –
নিউজিল্যান্ড
৩০) প্রাচ্যের গ্রেট ব্রিটেন –জাপান
৩১) শ্বেতাঙ্গদের কবরস্থান –
গিনিকোস্ট
৩২) পান্না দ্বীপ – আয়ারল্যান্ড
৩৩) চির সবুজের দেশ – নাটাল
৩৪) পোপের শহর – রোম
৩৫) উত্তরের ভেনিস – স্টকহোম
৩৬) স্বর্ণ নগরী – জোহনেসবার্গ
৩৭) ল্যান্ড অব মার্বেল – ইটালি
৩৮) দ্বীপের নগরী – ভেনিস।
৩৯) চির বসন্তের নগরী – কিটো
(দ.আমেরিকা)
৪০) প্রাচ্যের ভেনিস – ব্যাংকক।

No comments:

Post a Comment