প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?
উত্তর :বউ ঠাকুরানীর হাট।
প্রশ্ন :’রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর :কৃষ্ণকান্তের উইল।
উত্তর :বউ ঠাকুরানীর হাট।
প্রশ্ন :’রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর :কৃষ্ণকান্তের উইল।
প্রশ্ন :বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কী?
উত্তর :বড়ূ চণ্ডীদাশের ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্য।
প্রশ্ন :’রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলামের একটি_
উত্তর :’প্রবন্ধ’
প্রশ্ন :শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর :’পথের দাবি’
প্রশ্ন :বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তর :স্বর্ণ কুমারী দেবী
প্রশ্ন :’একাত্তরের যীশু’ গ্রন্থটি কার লেখা?
উত্তর :শাহরিয়ার কবির
প্রশ্ন :শওকত ওসমানের আসল নাম কী?
উত্তর :শেখ আজিজুর রহমান
প্রশ্ন :’নানান দেশের নানা ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?’ চরণের রচয়িতা কে?
উত্তর :স্বদেশী ভাষা, রামনিধি গুপ্ত।
প্রশ্ন :’সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :প্রমথ চৌধুরী
প্রশ্ন :’সন্দেশ’ শব্দটির প্রত্যয়গত অর্থ কী?
উত্তর :’সংবাদ’
প্রশ্ন :’সৃষ্ট’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়
উত্তর :্র সৃজ+ক্ত
প্রশ্ন :শ, ষ, স ও হ এই চারটি ধ্বনিকে কী বলা হয়?
উত্তর :উষ্ম ধ্বনি
প্রশ্ন :’অপলাপ’ শব্দের অর্থ কি?
উত্তর :অস্বীকার
প্রশ্ন :’অরণ্য’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে_
উত্তর :ঋ+অন্য
প্রশ্ন :খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি_
উত্তর :২১টি
প্রশ্ন : ‘হজ যাত্রা’ কোন সমাসের উদাহরণ?
উত্তর : চতুর্থী তৎপুরুষ
প্রশ্ন :যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় কী বলে?
উত্তর :মাধুকর।
প্রশ্ন :’উগ্র’-এর বিপরীতার্থক শব্দ কি?
উত্তর :সৌম্য
প্রশ্ন :’বামেতর’ শব্দটির অর্থ কি?
উত্তর :’ডান’
প্রশ্ন : শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
উত্তর : সোহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্ন : ‘রত্নদ্বীপ’ ভাস্কর্যের অবস্থান কোথায়_
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের পরিচালক_
উত্তর : গৌতম ঘোষ
প্রশ্ন : অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন_
উত্তর : অধ্যাপক ইউসুফ আলী
প্রশ্ন : বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত_
উত্তর : মৌলভীবাজারে
প্রশ্ন : ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান_
উত্তর : ক্রান্তীয় অঞ্চলে
প্রশ্ন : মুরংদের দেবতার নাম কী?
উত্তর : ওরেং
প্রশ্ন : বাংলাপিডিয়া প্রকাশ করে_
উত্তর : এশিয়াটিক সোসাইটি
No comments:
Post a Comment