কবি ও লেখকদের ছদ্মনাম
ছদ্ম নাম প্রকৃত নাম
অপরাজিতা দেবী রাধারানী দেবী
কালকূট সমরেশ বসু
ছদ্ম নাম প্রকৃত নাম
অপরাজিতা দেবী রাধারানী দেবী
কালকূট সমরেশ বসু
ওমর খৈয়াম সৈয়দ মুজতবা আলি
কাকাবাবু প্রভাত কিরণ বসু
কালপেঁচা বিনয় ঘোষ
কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী
ইন্দ্রনাথ মিত্র ডঃ অরবিন্দ গুহ
যাযাবর বিনয় মুখোপাধ্যায়
অবধূত দুলাল মুখোপাধ্যায়
ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর
নিরপেক্ষ অমিতাভ চৌধুরী
নীলকন্ঠ দীপ্তেন্দ্র সান্যাল
কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র
লাহিড়ীবিরূপাক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
যুবনাশ্ব মনীশ ঘটক
নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়
মহাস্থবির প্রেমাঙ্কুর আতর্থী
বীরবল প্রমথ চৌধুরী
প্র.না.বি. প্রমথনাথ বিশী
স্বপনবুড়ো অখিল নিয়োগী
ধনঞ্জয় বৈরাগী তরুণ রায়
বেদুইন দেবেশ রায়
ভীষ্মদেব দেবব্রত মল্লিক
হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ
বিজ্ঞানভিক্ষু লালিত মুখোপাধ্যায়
টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র
দীপক চৌধুরী নিহার ঘোষাল
মৌমাছি বিমল চন্দ্র ঘোষ
চাণক্য সেন ভবানী সেনগুপ্ত
পরশুরাম রাজশেখর বসু
শ্রীপান্থ নিখিল সরকার
বানভট্ট নীহাররঞ্জন গুপ্ত
ভাস্কর জ্যোতির্ময় ঘোষ
রূপদর্শী গৌরকিশোর ঘোষ
সুপান্থ সুবোধ ঘোষ
বিকর্ণ নারায়ন সান্যাল
প্রবুদ্ধ প্রবোধ চন্দ্র বসু
শংকর মণিশংকর মুখোপাধ্যায়
শ্রীভট্ট দীনেশ গঙ্গোপাধ্যায়
বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়
সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়
অনিলা দেবী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
অমিয়া দেবী অমৃতলাল বন্দোপাধ্যায়
কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত
মানিক বন্দোপাধ্যায় প্রবোধ বন্দোপাধ্যায়
সত্য সুন্দর মোহিত লাল মজুমদার
পঞ্চানন ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়
উদয়ভানু প্রাণতোষ ঘটক
নীহারিকা দেবী অচিন্তকুমার সেনগুপ্ত
দৃষ্টিহীন মধুসূদন মজুমদার
সত্য সুন্দর দাস মোহিত লাল মজুমদার
No comments:
Post a Comment