পিছিয়ে গেল টেট পরীক্ষার দিন। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৩০ অগস্টের বদলে ওই পরীক্ষা ৪ অক্টোবর ধার্য করা হয়েছে।
পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে বৃহস্পতিবার টেট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দেয়। শুক্রবার শিক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পার্থবাবু। আলোচনা শেষ হওয়ার পর সরকারি ভাবে টেট পিছানোর ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে টেট-এর প্রশ্নপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ জানানো হয়। হুগলির পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পাঠানোর উদ্দেশে এদিন সন্ধ্যায় সল্ট লেকের নিবেদিতা ভবন থেকে একটি বাস রওনা দেয়। চলার পথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশবাহিনীর নজরে পড়ে, বাসের একটি জানলার কাচ ভাঙা। মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে যোগাযোগ করা হলে বাস ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
সল্ট লেকে ফিরে এলে পুলিশ ও শিক্ষা কর্মীরা পরীক্ষা করে দেখতে পান, প্রশ্নপত্রের একটি প্যাকেট অনুপস্থিত। প্যাকেটটি হারিয়ে গিয়েছে নাকি তা বাসে আদৌ তোলা হয়নি, এই নিয়ে সংশয় দেখা দেয়। রাতেই শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বিকাশ ভবনে বৈঠক করবেন। সরকারি ভাবে স্বীকার করা না হলেও মনে করা হচ্ছে প্রশ্নপত্রের প্যাকেট খোয়া যাওয়ার জেরেই নির্ধারিত দিনের বদলে অক্টোবরে টেট-এর দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য দিকে, নিখোঁজ প্রশ্নপত্রের প্যাকেটের পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে অবশ্য ঘটনার যাবতীয় দায় ডাক বিভাগের ঘাড়ে চাপিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ডাক বিভাগের চরম উদাসীনতার ফলেই পরীক্ষার দোরগোড়ায় পৌঁছেও নির্ধারিত দিনে টেট শুরু করা গেল না। উল্লেখ্য, অনলাইনে আবেদন প্রাপ্তির দিনও পিছিয়ে ৩১ অগস্ট করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।
No comments:
Post a Comment