আলাপন মহাকুল, 31/08/2015
ফের পিছোল সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা-টেট। ৪ অক্টোবরের বদলে টেট পরীক্ষাকার নতুন দিন ধার্য করা হয়েছে ১১ অক্টোবর। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরর ঘোষণা খারিজ করল নবান্ন। এদিন পরীক্ষার নতুন দিন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র।
এর ফলে ফের প্রকাশ্যে চলে এল সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয়ের অভাব।৩০ অগাস্ট টেট হওয়ার কথা থাকলেও প্রশ্নলোপাটকাণ্ডের জেরে তা পিছিয়ে যায়। তড়িঘড়ি শিক্ষামন্ত্রী জানান, ৪ অক্টোবর পরীক্ষা হবে।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণাই সোমবার খারিজ করে দিল সরকার। জেলাশাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর স্বরাষ্ট্রসচিবকে নিয়ে পরীক্ষার নতুন দিন ঘোষণা করেন মুখ্যসচিব। কারণ হিসেবে পুরভোটের পাশাপাশি দেওয়া হয়েছে বন্যা ত্রাণ এবং একাধিক পরীক্ষার যুক্তি।
নতুন তারিখ ঘোষণা হলেও বিভ্রান্তি যে পুরোপুরি কাটল না তা কার্যত স্বীকার করে নিয়েছে সরকার। মুখ্যসচিব জানিয়েছেন, পরীক্ষার গাইডলাইন দিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে।
কিন্তু বিতর্ক বেঁধেছে টেটের নতুন দিন নিয়েও। কারণ, টেট পরীক্ষা মহালয়ার আগের দিন। তাছাড়া, ৯ অক্টোবর থেকে ডব্লুবিসিএস পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, ১১ অক্টোবর টেটের দিন ডব্লুবিসিএস-এর কোনও পরীক্ষা নেই।
কিন্তু তাতেও কি বিভ্রাট কাটল পুরোপুরি?
বারবার পরীক্ষার দিনবদলের ফলে, পরীক্ষার্থীদের যে মানসিক যন্ত্রণা ভোগ করত হল, তার দায় কে নেবে? প্রশ্ন বিরোধীদের। তাঁদের অভিযোগ, সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয়ের অভাবেই এই ঘটনা।
এদিন ভিডিও কনফারেন্সে যোগ দিলেও সাংবাদিক বৈঠকে ছিলেন না শিক্ষামন্ত্রী। যদিও মুখ্য ও স্বরাষ্ট্রসচিবের পাশে দেখা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল শিক্ষা সচিবকে। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীর গরহাজিরায় অনেকেই কটাক্ষের সুরে বলছেন, এটা কি নবান্নকে অন্ধকারে রেখে আগ বাড়িয়ে পরীক্ষার দিন ঘোষণার জের?
No comments:
Post a Comment