?affrid=alapanol

Friday, 28 August 2015

আশঙ্কা সত্যি করে পিছিয়েই গেল প্রাথমিক টেট।

বস্তা ভর্তি প্রশ্নপত্র খোয়া যাওয়ার জেরে প্রাথমিকের টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পর্ষদ। ৩০ অগস্টের বদলে সেই পরীক্ষা নেওয়া হবে ৪ অক্টোবর। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টেট পরীক্ষার নতুন দিন ক্ষণ ঘোষণা করেন।

এ দিন শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডে উল্লেখিত কেন্দ্রে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি তিনি জানান, ডাক বিভাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হারিয়ে যাওয়া প্রশ্নপত্রের বস্তাটির এখনও কোনও হদিশ মেলেনি।

কোথায় গেল প্রশ্নপত্র?

পর্ষদ সূত্রের খবর, ডাক বিভাগের মাধ্যমে টেটের প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। এই প্রক্রিয়ার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে রাজ্যের চিফ পোস্টমাস্টার জেনারেল (সিপিএমজি)-এর দফতরে একটি বার্তা আসে। তাতে লেখা, ‘‘একটি বাসে কয়েকটি প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল হুগলির শ্রীরামপুরে। পথে একটি প্যাকেট খোয়া গিয়েছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।’’ ডাক বিভাগ সঙ্গে সঙ্গেই বিষয়টি পর্ষদকে জানিয়ে দেয়। তার পরেই তৎপরতা শুরু হয়ে যায় রাজ্য শিক্ষা দফতরে। শুক্রবারই জরুরি বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকের পর পার্থবাবু বলেন, ‘‘ডাক বিভাগের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করার জন্য আমি নির্দেশ দিয়েছি। তাদের দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভোগান্তি হল।’’ ডাক বিভাগ সূত্রে বলা হয়, তারা ইতিমধ্যেই গোটা ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের যে বাসটিতে মোট ১৫৪ বস্তা প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল তার অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ডাক বিভাগ। তাদের এক কর্তা বলেন, ‘‘যে বাহনে চাপিয়ে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে, তার দায়িত্ব কিন্তু পুরোপুরি রাজ্য শিক্ষা দফতরের।’’

No comments:

Post a Comment