?affrid=alapanol

Thursday, 27 August 2015

PRIMARY TET



২০১২ সালের পরীক্ষার্থী যারা টেটে অকৃতকার্য হয়েছিলেন তাদের ২০১৪ তে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০১৪ তে । কিন্তু ওই সময় অনেকেই ডাউনলোড করেননি ... বা অনেকেরই ডাউনলোড করা অ্যাকনলেজমেন্ট স্লিপটি হারিয়ে গিয়েছে....... এবছরের ফর্ম ফিলাপের সময় অস্পষ্ট বিজ্ঞপ্তি ও বেশ কিছু প্রিন্ট মিডিয়ার খবরে বিভ্রান্ত হয়ে পড়েন চাকুরীপ্রারথীরা । প্রিন্ট মিডিয়া তে , যারা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করেননি তাদের নতুন ভাবে আবেদন করতে নিষেধ করা হয় । সেই খবরানুযায়ী অনেকেই নতুন ভাবে ফর্ম ফিলাপ করেননি .. কিন্তু কয়েকদিন আগেই বলা হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না .. এতে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়েন ..উদ্বিগ্ন পরীক্ষার্থীদের কাথা ভেবে রাজ্য সরকার পর্ষদকে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বলেন ।

No comments:

Post a Comment