?affrid=alapanol

Sunday 4 October 2015

পরিবেশ বিঞ্জান Set-4

১। জলে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী কিভাবে পানিকে বিশুদ্ধ করে?
ক. জলে অক্সিজেন ছেড়ে
খ. জলের ময়লা আহার করে
গ. জলের মধ্যে রাসায়নিক পদার্থ ছেড়ে
ঘ. সবগুলো উপায়ে

২। জলজ উদ্ভিদ পানিকে বিশুদ্ধ করে-
ক. জলে অক্সিজেন ছেড়ে
খ. জলের ময়লা গ্রহণ করে
গ. জলের মধ্যে রাসায়নিক পদার্থ ছেড়ে
ঘ. সব উপায়ে
৩। কোন তথ্যটি সঠিক?
জল যৌগিক পদার্থ- এটা ১৭৮১ সালে প্রমাণিত হয়
প্রতি ৯ ভাগ জলে ৮ ভাগ অক্সিজেন থাকে iii. প্রতি ৯ ভাগ জলে ১ ভাগ হাইড্রোজেন থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii, iii
৪। নিচের কোনটি কৃত্রিম উপায়ে জল বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়?
ফিটকিরি
ব্লিচিং পাউডার iii. পটাশ পারম্যাঙ্গানেট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii, iii
৫। নিচের কোনগুলো জলবাহিত রোগ?
টাইফয়েড ii. আমাশয় iii. জন্ডিস, কলেরা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii, iii
৬। সমুদ্রের জলে লবণ থাকে কেন?
ক. সমুদ্রের নিচে লবণের খনি আছে তাই
খ. ভূপৃষ্ঠ হতে লবণ জলের সাথে সমুদ্রে গিয়ে জমা হয়
গ. স্বভাবতই সমুদ্রে জল লবণযুক্ত
ঘ. সবগুলো
৭। জল না থাকলে কী ঘটত?
ক. বৃষ্টিপাত বেশি হতো
খ. উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না
গ. পৃথিবীতে গাছপালা বৃদ্ধি পেত
ঘ. সমুদ্রে শুধু লবণ পাওয়া যেত
৮। নিচের কোনটি আধুনিককালে জলদূষণের অন্যতম কারণ-
ক. পুকুরে কাপড় ধোয়া
খ. জলাশয়ে রোগীর মলমূত্র ধোয়া
গ. কৃষি জমিতে মাত্রাতিরিক্ত ও উচ্চ ক্ষমতাসম্পন্ন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা
ঘ. জলকে বিদ্যুr পরিবাহী করা
উত্তরগুলো মিলিয়ে নাও
       

1 comment: