?affrid=alapanol

Sunday 27 September 2015

CTET SEPTEMBER, 2015 PAPER I (CHILD DEVELOPMENT AND PEDAGOGY) FULLY SOLVED


CTET Solved Question Paper 2015 (Paper– I Sept. 2015)
Part-I (Child Development and Pedagogy)
1. The period of infancy is:                                           
(1) birth to 1 year
(2) birth to 2 years
(3) birth to 3 years
(4) 2 to 3 years
Answer : (3)
2. According to Piaget, a child between 2 to 7 years is in the  ______  stage of cognitive development.
(1) Preoperational
(2) Formal operational
(3) Concrete operational
(4) Sensorimotor 
Answer : (1)

Wednesday 16 September 2015

কিছু জানা অজানা

প্রশ্ন :অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর :জুলিয়া গিলার্ড।
প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর :সেক্সপিয়ার।
প্রশ্ন :ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা
উত্তর :২৭।
প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর :ল্যাক্টিক।

কবি ও ছদ্মনাম

কবি ও লেখকদের ছদ্মনাম
    ছদ্ম নাম                         প্রকৃত নাম
অপরাজিতা দেবী             রাধারানী দেবী
    কালকূট                         সমরেশ বসু

Monday 14 September 2015

বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম

বিশ্বের দীর্ঘতম যা কিছু:
★পৃথিবীর দীর্ঘতম নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
★পৃথিবীর দীর্ঘতম প্রাচীর : চীনের মহাপ্রাচীর
★পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
★পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত : কক্সবাজার
★পৃথিবীর দীর্ঘতম প্রণালী : তাতার প্রণালী

ভূগোলের কিছু প্রশ্ন

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর ।

প্রশ্ন:- বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ?
উত্তর:- বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে ।

Sunday 13 September 2015

শিশুবিকাশ

১। কোন দুটি শর্তের ওপর শিশুর বিকাশ নির্ভর করে ? (ক) বংশগতি (খ) পরিবেশ ও পরিচ্ছন্নতা (গ) বংশগতি ও পরিবেশ (ঘ) বংশগতি ও বৃদ্ধি
২। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের ধারাকে চারটি স্তরে ভাগ করেছেন । এর প্রথম স্তর— (ক) শৈশব (খ) বাল্য (গ) কৈশোর (ঘ) প্রাপ্ত বয়স

Saturday 12 September 2015

এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ
এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের তথা বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আসুন আমরা শিখে নেই কিছু গুরুত্বপূর্ণ “এক কথায় প্রকাশ” যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আসেঃ-

ভাষা সম্পর্কিত ধারণা

ভাষার সংজ্ঞা :
সাধারণভাবে বলা যায়,মনের ভাব প্রকাশের নিমিত্তে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরের বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম ভাষা। অবশ্য উপরোক্ত সংজ্ঞা শুধু বাচনিক ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। দেহ ও মুখের ভঙ্গি এবং নানা রকম সংকেতের মাধ্যমে ও আমরা মনোভাব প্রকাশ করি। এ রূপ ভাষাকে বলে অবাচনিক ভাষা।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে,

বাংলা ব্যাকরণ: সন্ধি বিচ্ছেদ দ্বিতীয় ভাগ

সন্ধি
সন্ধি : পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে। যেমন, ‘নর + অধম = নরাধম’। এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।

সন্ধি

সন্ধি :
পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে।
যেমন, ‘নর + অধম = নরাধম’।
এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।

Friday 11 September 2015

বাংলা ব্যাকরণ: সমাস

সমাস
সমাস হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ বা একটি পদ ও একটি উপসর্গের একপদীকরণ। যেমনঃ সু (ভালো) ব্রত যার = সুব্রত।
অর্থবাচকতা
সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন।
সন্ধি ও সমাসের পার্থক্য
সন্ধিতে মিলন ঘটে সন্নিহিত বর্ণের, সমাসে মিলন ঘটে পাশাপাশি থাকা দুই, তিন বা তার বেশি সংখ্যক পদের ।যেমন; সংখ্যা+অতীত= সংখ্যাতীত; সংখ্যাকে অতীত= সংখ্যাতীত।

Thursday 10 September 2015

কিছু প্রশ্ন

প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : হাডসন।
প্রশ্ন : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? উত্তর : এস এস হুইলার।
প্রশ্ন : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে? উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।

টেট বাংলা

শুদ্ধ বানান (প্রশ্ন + উত্তর )
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান? ক. সদ্যজাত খ. সদ্দ্যোজাত গ. সদ্যোজাত ঘ. সদ্ব্যজাত উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান? ক. নুন্যাধিক খ. ন্যূনাধিক গ. ন্যুন্যাধিক ঘ. ন্যুনধিক উত্তরঃ খ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি? ক. কনীনিকা খ. কনিনিকা গ. কর্নিনিকা ঘ. কনিনীকা ঙ. কোনটিই নয় উত্তরঃ ক 

CHILD PEDAGOGY IMPORTANT MCQS

Q1: In the context of education, socialization means

(a) creating one's own social norms
(b) respecting elders in society
(c) adapting and adjusting to social environment
(d) always following social norms

Tuesday 8 September 2015

প্রথম প্রাপ্তি

১। সাহিত্যে প্রথম ভারতীয় নোবেল প্রাপক —রবীন্দ্রনাথ ঠাকুর(১৯১৩)
২। জ্ঞানপীঠ পুরষ্কারপ্রাপ্তপ্রথম মহিলা—আশাপূর্ণাদেবী(১৯৭৬)
৩। ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা—ইন্দিরা গান্ধী(১৯৭১)
৪। প্রথম ভারতীয় নোবেল পুরষ্কারপ্রাপ্ত—রামকৃষ্ঞান ভেঙ্কটরামন(২০০৯)রসায়ন বিদ্যার উপর
৫। লোকসভার প্রথম মহিলা স্পিকার—মীরা কুমার(২০০৯)
৬। ভারতে প্রথম ব্যাঙ্ক —ব্যাঙ্ক অফ্ হিন্দুস্থান(১৭৭৯)
৭। ভারতে প্রথম এটিএম—এইচ এস বি সি,মুম্বাই(১৯৮৭)
৮। ভারতে প্রথম পাঁচতারা হোটেল—তাজ,মুম্বাই(১৯০৩)
৯। ভারতে প্রথম ইউনিভার্সিটি—ক্যালকাটা ইউনিভার্সিটি(১৮৫৭)
১০। ভারতে প্রথম কলেজ—ফোর্ট উইলিয়াম(১৮০০)

পরিবেশ বিঞ্জান

উত্তর গুলো পেতে পোষ্টের শেষে দেখুন
১।'প্রশ্নঃভিজাকাদামাটিচাষেরজন্যসবচেয়েউপযুক্তলাঙ্গলকোনটি?
ক) রোটারিখ) মোল্ডবোর্ডগ) টুথহ্যারোঘ)ডিস্কহ্যারোঙ) কোনটিইনয়
২।'প্রশ্নঃভূমিকর্ষণেরদ্বারাকোনটিহয়না?
ক) উর্বরতাবৃদ্ধি
খ) শিকড়বৃদ্ধিউপযোগীমাটিগঠন
গ) আগাছাদমন
ঘ) মাটিরআর্দ্রতাবৃদ্ধি
ঙ) কোনটিইনয়

পরিবেশ বিঞ্জান

১।'প্রশ্নঃ মড়ক রোগের জীবানু ছড়ানোর মাধ্যম কোনটি?
ক) কীটনাশক
খ) জল
গ) পোকা
ঘ) বৃষ্টি ও সেচের জল
২।'প্রশ্নঃ মড়ক রোগ আলুর কোন অংশে আক্রমন করে?
ক) পাতায়
খ) ডালে
গ) আলুতে
ঘ) গাছের সব অংশে

পরিবেশ বিঞ্জানের প্রশ্নোত্তর

১।'প্রশ্নঃরাইসোবিয়াতে সাধারণত কি থাকে?
উত্তর: ব্যাকটেরিয়া।
২।'প্রশ্নঃব্লাস্ট, খোলপচা, খোলপোড়া কান্ড পচা সাধারণত কী দ্বারা সংঘটিত হয়?
উত্তর: ছত্রাক জনিত রোগ।
৩।'প্রশ্নঃকোনটিতে সবুজ সার হিসাবে ব্যবহার করা যায়?
উত্তর: ধৈঞ্চা।
৪।'প্রশ্নঃকোনটি মাছের প্রাকৃতিক খাদ্য?
উত্তর: প্লাংকটন।

Friday 4 September 2015

WBSSC2014.BLOGSPOT.IN

ভূগোলের কিছু জানা অজানা

বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:-
১) সূর্যোদয়ের দেশ – জাপান
২) ভূ-স্বর্গ – কাশ্মীর
৩) নিষিদ্ধ দেশ – তিব্বত
৪) নিষিদ্ধ নগরী – লাসা
৫) মুক্তার দ্বীপ – বাহরাইন

টেট বাংলা

প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?
উত্তর :বউ ঠাকুরানীর হাট।
প্রশ্ন :’রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর :কৃষ্ণকান্তের উইল।

Thursday 3 September 2015

টেট পরিবেশবিদ্যা

1) আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি কথাটিব্যবহার করেন - ১৮৬৯ খ্রিস্টাব্দে
2) বাস্তুতন্ত্রে খাদ্য অ খাদকের সম্পর্ককে বলা হয় - ফুডচেইন
3) দুটি বাস্তুতান্ত্রিকজীবও গোষ্ঠীর অন্তর্বর্তী স্থানকে বলে - ইকোটোন 

টেট পরিবেশবিদ্যা

১)ভূকম্পন নির্ধরক যন্ত্রটির নাম কি?
--সিসমোগ্রাফ
২)ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে?
--রিক্টার স্কেলে
৩)ভূ-অভ্যন্তর থেকে ম্যাগমা বেড়িয়ে এলে তাকে কী বলে?

টেট পরিবেশ বিদ্যা

পৃথিবীর বৃহত্তম:
১)পৃথিবীর বৃহত্তম মহাসাগর – প্রশান্ত
মহাসাগর ।
২) পৃথিবীর বৃহত্তম সাগর – ভূ-
মধ্যসাগর।
৩) পৃথিবীর বৃহত্তম উপসাগর –

TET PEDAGOGY

১. ক্ষণস্থায়ী স্মৃতি ব্যক্তিত্ব মধ্যে স্থায়ী হয় মাত্র - ২০সেকেন্ড
০২. শিশুর মস্তিস্কের ৭৫% বিকাশ হয় - ২বছর বয়সে
০৩. পিয়াগেট হলেন- সুইজারল্যান্ড এরচিন্তাবিদ
০৪. পিয়াগেটের মতে যে নিদিষ্ট নিয়মে শিশুর চিন্তার

Wednesday 2 September 2015

Important Points regarding Primary TET, 2015 on 11.10.2015

West Bengal Board of Primary Education
A.P.C. Bhavan, DK-7/1, Sector-II, Salt Lake City, Kolkata-91
Date: 01.09.2015
NOTICE
In continuation of our earlier notification dated 28.08.2015, it is further notified for all concerned that the TET Examination due to be held on 04.10.2015 is rescheduled

টেট পরিবেশ বিঞ্জান

প্রশ্নঃ জোয়ার-ভাটার প্রধান কারণ- ক. সূর্যের আকর্ষণ খ. পৃথিবীর আবর্তন গ. চাঁদের আকর্ষণ ঘ. বায়ুপ্রবাহ উত্তরঃ গ
প্রশ্নঃ উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে- ক. কুয়াশা ও ঝড় হয় খ. পানি ঠাণ্ডা হয় গ. উপরের কোনটিই নয় ঘ. ক ও খ উভয়ই উত্তরঃ ক 

টেট গনিত

৮১. কোন সংখ্যার    ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
ক. ১০
খ. ৯
গ. ৯০
ঘ. ১০০
উত্তর: গ. ৯০

শিশু বিকাশের স্বাভাবিক পর্যায়সমূহঃ

মাতৃগর্ভে ভ্রূনের আগমনের সাথে সাথেই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানবসন্তানের বৃদ্ধি ঘটে সে ব্যাপারে আমরা সবাই কমবেশী জানি। তাই এতো বিজ্ঞ আলোচনায় আমরা না যাই।

টেট-বিভ্রাটবাসে সব প্রশ্ন না-তোলার তত্ত্ব উড়িয়ে দিল সিআইডি

টেটের প্রশ্নপত্র উধাওয়ের ঘটনায় ডাক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টের সঙ্গে সিআইডি-র প্রাথমিক তদন্ত রিপোর্ট মোটেই মিলছে না। ফলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ওই পরীক্ষার প্রশ্ন কী ভাবে কোথায় লোপাট হল, তা নিয়ে ধন্দ বাড়ছে।

টেট পেডাগোজি

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো
২. সমস্যা সমাধান পদ্ধতি - জন
ডিউই।
৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন
ডাইক।

Tuesday 1 September 2015

TET ENGLISH FULLY SOLVED

ENGLISH
Directions: Answer the following questions by selecting the most appropriate option.
91. The spoken skills in a language teaching classroom can be developed through 

জানা ভালো

☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে
কার্ফ ।
☞ ই মেইলের জনক - র্যায়মন্ড
স্যামুয়েল টমলিনসন।