?affrid=alapanol

Sunday 4 October 2015

পরিবেশ বিঞ্জান Set-3

বাংলা ভাষা প্রচলন আইন জারী হয় কত সালে? উত্তর : ১৯৮৭ সালে।
প্রশ্ন : এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তর : ইউরেনিয়াম-২৩৫।

প্রশ্ন : উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান কয়টি? উত্তর : ১০টি।
প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)
প্রশ্ন : বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে? উত্তর : কসমিক ইয়ার।
পশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি?
উত্তর : পোল্যান্ড।
প্রশ্ন : তিতাস একটি নদীর নাম উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : সওগাত।
প্রশ্ন : ইউরো মুদ্রার জনক কে?
উত্তর : রবার্ট মুন্ডেল।
প্রশ্ন : বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরণের রচনা?
উত্তর : প্রবন্ধ।

No comments:

Post a Comment