?affrid=alapanol

Wednesday, 25 November 2015

Environment science

প্রশ্নঃ জোয়ার-ভাটার প্রধান কারণ- ক. সূর্যের আকর্ষণ খ. পৃথিবীর আবর্তন গ. চাঁদের আকর্ষণ ঘ. বায়ুপ্রবাহ উত্তরঃ গ 
প্রশ্নঃ উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে- ক. কুয়াশা ও ঝড় হয় খ. পানি ঠাণ্ডা হয় গ. উপরের কোনটিই নয় ঘ. ক ও খ উভয়ই উত্তরঃ ক 
প্রশ্নঃ জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? ক. অমাবস্যায় খ. একাদশীতে গ. অষ্টমীতে ঘ. পঞ্চমীতে উত্তরঃ ক 
প্রশ্নঃ জোয়ারের কত সময় পর ভাঁটা হয়? ক. ৬ ঘন্টা ১৩ মিনিট খ. ৮ ঘন্টা গ. ১২ ঘন্টা ঘ. ১৩ ঘন্টা ১৫ মিনিট উত্তরঃ ক
প্রশ্নঃ জলভাগের পরিমান বেশি- ক. উত্তর গোলার্ধে খ. দক্ষিণ গোলার্ধে গ. পূর্ব গোলার্ধে ঘ. পশ্চিম গোলার্ধে উত্তরঃ খ 
প্রশ্নঃ সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম----- ক. ক্রনোমিটার খ. কম্পাস গ. সিসমোগ্রাফ ঘ. সেক্সট্যান্ট উত্তরঃ ক 
প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ- ক. বায়ু প্রবাহের প্রভাব খ. সমুদ্রের পানিতে তাপের পরিচলন গ. সমুদ্রের ঘূর্ণিঝড় ঘ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য উত্তরঃ ক 
প্রশ্নঃ উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো- ক. প্রায় ১২ ঘন্টা খ. প্রায় ২৪ ঘন্টা গ. প্রায় ৬ ঘন্টা ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন উত্তরঃ ক 
প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মাহাসাগর আছে- ক. ৩টি খ.
৪টি গ. ৫টি ঘ. ৬টি উত্তরঃ গ

প্রশ্নঃ নিরক্ষীয় অঞ্চলের পানি- ক. উষ্ণ ও হালকা খ. উষ্ণ ও ভারী গ. শীতল ও হালকা ঘ. শীতল ও ভারী উত্তরঃ ক

প্রশ্নঃ ভূ-পৃষ্টের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত- ক. আটলান্টিক মহাসাগরে এবং গভীরতা প্রায় ৪০১৩৭ ফুট খ. ভারত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৭০০০ ফুট গ. প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯১৯৯ ফুট ঘ. উত্তর মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৫১২০ ফুট উত্তরঃ গ 
প্রশ্নঃ সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? ক. সমুদ্রস্রোত খ. ধ্রুব নক্ষত্র গ. বায়ু প্রবাহের দিক ঘ. অক্ষাংশ উত্তরঃ ক 
প্রশ্নঃ গভীরতম মহাসাগর- ক. প্রশান্ত মহাসাগর খ. ভারত মহাসাগর গ. দক্ষিণ মহাসাগরে ঘ. উত্তর মহাসাগর উত্তরঃ ক 
প্রশ্নঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়- ক. চন্দ্রগ্রহণ খ. সূর্যগ্রহণ গ. অমাবস্যা ঘ. পূর্ণিমা উত্তরঃ খ 
প্রশ্নঃ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ক. দ্বিগুণ খ. তিনগুণ গ. চারগুণ ঘ. পাঁচগুণ উত্তরঃ ক 
প্রশ্নঃ প্রবল জোয়ারের কারণ, এ সময়- ক. সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে গ. পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূ-পৃষ্টের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত- ক. আটলান্টিক মহাসাগরে এবং গভীরতা প্রায় ৪০১৩৭ ফুট খ. ভারত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৭০০০ ফুট গ. প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯১৯৯ ফুট ঘ. উত্তর মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৫১২০ ফুট উত্তরঃ গ 
প্রশ্নঃ সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? ক. সমুদ্রস্রোত খ. ধ্রুব নক্ষত্র গ. বায়ু প্রবাহের দিক ঘ. অক্ষাংশ উত্তরঃ ক 
প্রশ্নঃ গভীরতম মহাসাগর- ক. প্রশান্ত মহাসাগর খ. ভারত মহাসাগর গ. দক্ষিণ মহাসাগরে ঘ. উত্তর মহাসাগর উত্তরঃ ক 
প্রশ্নঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়- ক. চন্দ্রগ্রহণ খ. সূর্যগ্রহণ গ. অমাবস্যা ঘ. পূর্ণিমা উত্তরঃ খ 
প্রশ্নঃ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ক. দ্বিগুণ খ. তিনগুণ গ. চারগুণ ঘ. পাঁচগুণ উত্তরঃ ক 
প্রশ্নঃ প্রবল জোয়ারের কারণ, এ সময়- ক. সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে গ. পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম ক. ট্রপোমণ্ডল খ. আয়নোমণ্ডল গ. স্ট্রাটোমণ্ডল ঘ. এক্সোস্ফীয়ার উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত? ক. ০.০৩৫% খ. ০.০২৮% গ. ০.০০০০২% ঘ. ০.০০০০০২% উত্তরঃ ক 
প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান নহে? ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন গ. কার্বন ঘ. ফসফরাস উত্তরঃ ঘ 
প্রশ্নঃ বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়? ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. জলীয় বাষ্প ঘ. কার্বন ডাই অক্সাইড উত্তরঃ খ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়? ক. ট্রপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার গ. ফটোস্ফিয়ার ঘ. এক্সস্ফিয়ার উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুমণ্ডলের স্তর কয়টি? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি উত্তরঃ খ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? ক. ২০.০১% খ. ২১.০১% গ. ২১.০৭% ঘ. ২০.৭১% উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- ক. স্ট্রাটোস্ফিয়ার খ. ট্রাপোস্ফিয়ার গ. আয়নোস্ফিয়ার ঘ. ওজোনস্তর উত্তরঃ গ 
প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত? ক. ০.০৩% খ. ০.০২% গ. ০.৮০% ঘ. ২০.৭১% উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুর প্রধান দুটি উপাদান হলো- ক. অক্সিজেন ও নাইট্রোজেন খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ. অক্সিজেন ও হাইড্রোজেন ঘ. অক্সিজেন ও কার্বন মনোক্সাইড উত্তরঃ ক

বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? ক. অ্যাটমস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার গ. আয়নোস্ফিয়ার ঘ. ওজোন উত্তরঃ গ 
প্রশ্নঃ বাতাসে মিথেনের পরিমাণ কত? ক. ০.০০২% খ. ০.০০০২% গ. ০.০০০০২% ঘ. ০.০০০০০২% উত্তরঃ গ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ? ক. ৮২.০২% খ. ৭৮.০২% গ. ৮০.০২% ঘ. ৭৬.০২% উত্তরঃ খ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ- ক. কার্বন ডাই অক্সাইড খ. জলীয় বাষ্প গ. নাইট্রিক অক্সাইড ঘ. CFC বা ক্লেরোফ্লোরো কার্বন উত্তরঃ ঘ 
প্রশ্নঃ আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? ক. ৫০% খ. ৩৫% গ. ৩০% ঘ. ২১% উত্তরঃ ঘ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি- ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই অক্সাইড উত্তরঃ গ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? ক. ১৮.৭৮% খ. ১.৫৯% গ. ২২.৮৯% ঘ. ২০.৯৯% উত্তরঃ ঘ 
প্রশ্নঃ বায়ুর উপাদান নয় যা তা হলো- ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. জলীয় বাষ্প ঘ. হাইড্রোজেন উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? ক. মাটি খ. উদ্ভিদ গ. বায়ুমণ্ডল ঘ. প্রাণীদেহ উত্তরঃ গ 
প্রশ্নঃ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? ক. আর্লিবাড হল খ. এস্ট্রোলার হল গ. ওবেরী হল ঘ. কসমস উত্তরঃ ক

কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি? ক. বৃহস্পতি খ. ইউরেনাস গ. শনি ঘ. নেপচুন উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে- ক. ট্রপোমণ্ডল খ. স্ট্র্যাটোমণ্ডল গ. আয়নমণ্ডল ঘ. ট্রপোবিরতি উত্তরঃ খ 
প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান? ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন গ. কার্বন ঘ. ফসফরাস উত্তরঃ ক 
প্রশ্নঃ উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে- ক. স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে খ. আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে গ. ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে ঘ. উপরের কোনটিই নয় উত্তরঃ খ 
প্রশ্নঃ ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস? ক. ক্লোরো ফ্লোরো কার্বন খ. কার্বন মনোক্সাইড গ. কার্বন ডাই অক্সাইড ঘ. মিথেন উত্তরঃ ক
কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আচে? ক. লৌহ খ. হাইড্রোজেন গ. কপার ঘ. অক্সিজেন উত্তরঃ ঘ 
প্রশ্নঃ পৃথিবীর বহিরাবরণকে কি বলে? ক. শিলা খ. ভূ-ত্বক গ. কেন্দ্রমণ্ডল ঘ. গুরুমণ্ডল উত্তরঃ খ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে ক. কঠিন শিলা খ. ভূ-ত্বক গ. কেন্দ্রমণ্ডল ঘ. গুরুমণ্ডল উত্তরঃ খ 
প্রশ্নঃ সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে ক. হাওয়াই দ্বীপপুঞ্জ খ. ফিজি দ্বীপ গ. সেন্টমার্টিন ঘ. ঘানা উত্তরঃ ক 
প্রশ্নঃ জীবাশ্মা জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে- ক. জলীয় বাষ্প খ. ক্লোরো ফ্লোরো কার্বন গ. কার্বন ডাই অক্সাইড ঘ. মিথেন উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি রূপান্তরিত শিলা নয়? ক. নিস খ. কেওলন গ. গ্রাফাইট ঘ. কোয়াটজাইট উত্তরঃ খ 
প্রশ্নঃ Most abundtant element in the earth is-- ক. Iron খ. Aluminium গ. Silicon ঘ. Oxygen উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে ক. শুধু তাপ বাড়বে খ. শুধু চাপ বাড়বে গ. তাপ ও চাপ উভয়ই বাড়বে ঘ. তাপ ও চাপ অপরিবর্তিত থাকবে উত্তরঃ গ 
প্রশ্নঃ Core of the earth is made of ক. NiFe খ. FePb গ. FeZn ঘ. FeMg উত্তরঃ ক 
প্রশ্নঃ গ্রাফাইট কোন ধরনের শিলা? ক. রূপান্তরিত শিলা খ. আগ্নেয় শিলা গ. পাললিক শিলা ঘ. জৈব শিলা উত্তরঃ ক

Highest amount in volcanic gas is ক. CO2 খ. H2S গ. H2O ঘ. SO2 উত্তরঃ ক 
প্রশ্নঃ কোনটি সুপ্ত আগ্নেগিরি? ক. লিপারি খ. স্ট্রম্বলি গ. ফুজিয়ামা ঘ. এটনা উত্তরঃ গ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? ক. অ্যালুমিনিয়াম খ. তামা গ. দস্তা ঘ. সীসা উত্তরঃ ক 
প্রশ্নঃ ভূ-ত্বকের গভীরতা প্রায় ক. ১০ কিলোমিটার খ. ১৬ কিলোমিটার গ. ১২ কিলোমিটার ঘ. ৬১ কিলোমিটার উত্তরঃ খ
প্রশ্নঃ লাভা গঠিত মালভূমি কোনটি? ক. তিব্বত খ. দাক্ষিণাত্য গ. কিলোরেডে ঘ. মেক্সিকো উত্তরঃ খ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়- ক. কার্বন খ. নাইট্রোজেন গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন উত্তরঃ গ 
প্রশ্নঃ পৃথিবীর মণ্ডল তিনটির নাম ক. অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল খ. অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, বারিমণ্ডল গ. বায়ুমণ্ডল, বারিমণ্ডল, কেন্দ্রমণ্ডল ঘ. অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল উত্তরঃ ক 
প্রশ্নঃ পাললিক শিলার অপর নাম কি? ক. পরিবর্তিত শিলা খ. স্তরীভূত শিলা গ. অস্তরীভুত শিলা ঘ. গ্রানাইট শিলা উত্তরঃ খ 
প্রশ্নঃ মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর? ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা গ. রূপান্তরিত শিলা ঘ. উপরের কোনোটিই নয় উত্তরঃ গ 
প্রশ্নঃ ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাই অক্সাইড ঘ. ম্যাঙ্গানিজ

প্রশ্নঃ চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? ক. নিস খ. ফিলাইট গ. মার্বেল ঘ. ক্যালসাইট উত্তরঃ গ 
প্রশ্নঃ পাললিক শিলায়- ক. স্তর নেই, জীবাশ্ম আছে খ. স্তর আছে, জীবাশ্ম নেই গ. স্তর ও জীবাশ্ম দুটোই আছে ঘ. স্তর ও জীবাশ্ম কোনটিই নেই উত্তরঃ গ 
প্রশ্নঃ কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? ক. পামীর খ. তিব্বত গ. কলোরাডো ঘ. আরব উত্তরঃ ক 
প্রশ্নঃ হিমবাহ কি? ক. এক ধরনের চলন্ত বরফ স্তুপ খ. পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বরফ গ. পর্বত পাদদেশে স্তুপীকৃত বরফ ঘ. শীতপ্রধান দেশের মহীসোপানের বরফরাশি উত্তরঃ ক 
প্রশ্নঃ পলি দ্বারা গঠিত কোন শিলা? ক. ভূ-ত্বক খ. পাললিক শিলা গ. আগ্নেয়শিলা ঘ. রূপান্তরিত শিলা উত্তরঃ খ 
প্রশ্নঃ যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে- ক. প্যালিয়েন্টোলজী খ. মরফোলজী গ. ফাইটোজেনি ঘ. ফসিওলজি উত্তরঃ ঘ 
প্রশ্নঃ পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে- ক. হাইড্রোজেন খ. অ্যালুমিনিয়াম গ. সিলিকন ঘ. কার্বন উত্তরঃ গ 
প্রশ্নঃ সুনামি এর কারণ হলো ক. সমুদ্রের তলদেশে ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. চাঁদ ও সূর্যের আকর্ষণ ঘ. আগ্নেয়গিরি

সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ- ক. ৫ কিঃ মিঃ খ. ১০ খিঃ মিঃ গ. ২৭ কিঃ গ্রাম ঘ. ১০ নিউটন উত্তরঃ ঘ 
প্রশ্নঃ বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা ক. বাড়ে খ. কমে গ. অপরিবর্তিত থাকে ঘ. প্রথমে বাড়ে ও পরে কমে উত্তরঃ ক 
প্রশ্নঃ গর্জনশীল চল্লিশার অবস্থার কোনটি? ক. ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ খ. ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ গ. ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর ঘ. ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর উত্তরঃ ক 
প্রশ্নঃ আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি? ক. টাইফুন খ. সিরোক্কো গ. সাইমুম ঘ. খামসিন উত্তরঃ গ 
প্রশ্নঃ ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? ক. পারদ খ. পানি গ. এ্যাকোহল ঘ. তেল উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ু প্রবাহিত হয়- ক. উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে খ. উত্তর থেকে দক্ষিণ দিকে গ. নিম্নচাপের স্থান থেকে উচ্চ চাপের দিকে ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুর শক্তি/তাপের প্রধান উৎস কি? ক. সৌরজগৎ নীহারিকা খ. নীহারিকা গ. সূর্য ঘ. ধূমকেতু উত্তরঃ গ 
প্রশ্নঃ শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ- ক. আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে খ. আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে গ. সকালে কুয়াশা থাকে বলে ঘ. তাপমাত্রা কম থাকে বলে উত্তরঃ ক 
প্রশ্নঃ পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ- ক. ৫ মিটার খ. ২.৫ মিটার গ. ৯.৮১ মিটার ঘ. ১০.৩০ মিটার উত্তরঃ ঘ 
প্রশ্নঃ সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড খ. ৮০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড গ. ১০০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড ঘ. ১২০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড উত্তরঃ ক
প্রশ্নঃ আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান-- ক. মেটালার্জি খ. অ্যাস্ট্রোলজি গ. মেটিওরোলজি ঘ. মিনার‌্যালজি উত্তরঃ গ 
প্রশ্নঃ ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে- ক. অয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়ু ঘ. স্থানীয় বায়ু উত্তরঃ গ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? ক. বায়ুপ্রবাহ খ. তুষারপাত গ. বৃষ্টিপাত ঘ. সবকয়টি উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন ক. গরম ও আর্দ্র থাকলে খ. ঠাণ্ডা ও শুষ্ক থাকলে গ. ঠাণ্ডা ও আর্দ্র থাকলে ঘ. গরম ও শুষ্ক থাকলে উত্তরঃ খ 
প্রশ্নঃ জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়? ক. অক্ষরেখা খ. স্থানীয় উচ্চতা গ. তুষার রেখা ঘ. দ্রাঘিমা রেখা উত্তরঃ গ 
প্রশ্নঃ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ- ক. বাতাস ঠাণ্ডা বলে খ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে গ. শীতকালে ঘাম কম হয় বলে ঘ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোনটি স্থানীয় বায়ু? ক. টাইফুন খ. হারিকেন গ. সাইমুম ঘ. টর্নেডো উত্তরঃ গ 
প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় এক জন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায়- ক. ১৩ পাউণ্ড খ. ১০ পাউণ্ড গ. ১৪.৫ পাউণ্ড ঘ. কোন চাপ নেই উত্তরঃ গ 
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? ক. ৭৬ সেঃ মিঃ খ. ৭.৬ সেঃ মিঃ গ. ৭৭ সেঃ মিঃ ঘ. ৭২ সেঃ মিঃ উত্তরঃ ক 
প্রশ্নঃ কর্কটীয় ও মকরীয় উচ্চাচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়- ক. অয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়ু ঘ. নিয়ত বায়ু উত্তরঃ ক

বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? ক. বায়ুচাপ বেড়ে যায় খ. বায়ুচাপ কমে যায় গ. বায়ুচাপ স্থির থাকে ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে উত্তরঃ খ 
প্রশ্নঃ উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ক. সরল রেখার উত্তর দিকে খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে গ. সরল রেখার দক্ষিণ দিকে ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে উত্তরঃ খ 
প্রশ্নঃ সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়- ক. রাতে খ. সকালে গ. দুপুরে ঘ. বিকালে উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? ক. বিষুবরেখা হতে এর দূরত্ব খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ঘ. উপরের সবগুলোই উত্তরঃ ঘ 
প্রশ্নঃ শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? ক. বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে খ. বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে গ. বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে ঘ. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকে বলে উত্তরঃ খ 
প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়- ক. ১৩ পাউন্ড খ. ১০ পাউন্ড গ. ১৫ পাউন্ড ঘ. ২৮ পাউন্ড উত্তরঃ গ 
প্রশ্নঃ Viscosity of air- ক. Decrease with increase of temperature খ. Increase with increase of temperature গ. Does not have any effect of temperature ঘ. Depends on pressure উত্তরঃ ক 
প্রশ্নঃ বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ- ক. বৃষ্টিপাত বেশি হয় খ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে গ. বাতাস কম থাকে ঘ. সূর্য মেঘে ঢাকা থাকে উত্তরঃ খ 
প্রশ্নঃ কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? ক. বায়ুপ্রবাহ কমে যায় খ. বায়ু প্রবাহ বেড়ে যায় গ. বায়ুপ্রবাহ থেমে যায় ঘ. বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে উত্তরঃ খ 
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? ক. পরিবহন (Conduction) খ. পরিচলন (Convection) গ. বিকিরণ (Radiation) ঘ. তিন প্রক্রিয়াতেই উত্তরঃ গ

বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? ক. বায়ুচাপ বেড়ে যায় খ. বায়ুচাপ কমে যায় গ. বায়ুচাপ স্থির থাকে ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে উত্তরঃ খ 
প্রশ্নঃ উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ক. সরল রেখার উত্তর দিকে খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে গ. সরল রেখার দক্ষিণ দিকে ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে উত্তরঃ খ 
প্রশ্নঃ সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়- ক. রাতে খ. সকালে গ. দুপুরে ঘ. বিকালে উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? ক. বিষুবরেখা হতে এর দূরত্ব খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ঘ. উপরের সবগুলোই উত্তরঃ ঘ 
প্রশ্নঃ শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? ক. বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে খ. বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে গ. বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে ঘ. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকে বলে উত্তরঃ খ

প্রশ্নঃ শীতকালে চামড়া ফাটে কেন? ক. আদ্রতার অভবে খ. রৌদ্রের অভাবে গ. ভিটামিনের অভাবে ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে উত্তরঃ ক 
প্রশ্নঃ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়- ক. শিশির খ. রোদ গ. কুয়াশা ঘ. ক ও গ উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ক. ভাল আবহাওয়া খ. আসন্ন ঝড়ের গ. বৃষ্টির সম্ভবনা ঘ. তাৎপর্যহীন উত্তরঃ ক 
প্রশ্নঃ আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০% খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০% ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০% উত্তরঃ গ 
প্রশ্নঃ বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠান যায়- ক. ১ মিটার খ. ১০ মিটার গ. ১৫ মিটার ঘ. ৩০ মিটার উত্তরঃ খ 
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ- ক. ১৭.৭২ পাউণ্ড খ. ২২.১৫ পাউণ্ড গ. ১৪.৭২ পাউণ্ড ঘ. ১২.১৪ পাউণ্ড উত্তরঃ গ 
প্রশ্নঃ মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো- ক. আহ্নিক গতি খ. নিয়ত বায়ুর প্রভাব গ. বায়ুচাপের তারতম্য ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে- ক. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায় খ. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় গ. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয় ঘ. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় উত্তরঃ গ 
প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-- ক. অয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়ু ঘ. নিয়ত বায়ু উত্তরঃ ঘ 
প্রশ্নঃ দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? ক. প্রথমটি খ. দ্বিতীয়টি গ. একই রকম হবে ঘ. কোনটিই নয় উত্তরঃ ক

বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার? ক. চার প্রকার খ. পাঁচ প্রকার গ. তিন প্রকার ঘ. সাত প্রকার উত্তরঃ ক

Wednesday, 14 October 2015

প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট

● মোঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর ।
● মোঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয়বাহাদুর শাহ
● মোঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর ।
● সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন(প্রথম মহারাজা সামন্ত সেন এর পুত্রহেমন্ত সেন)

Friday, 9 October 2015

পুরো নাম

I. ITI-Industrial Training Institute.
II. IIT -Indian Institute of Technology.
III. NEP- National Educational Policy.
IV. S.C.E.R.T -State Council of Educational Research And Training
V. PLATO-Programmed Logic for Automatic Teaching Operation.

Sunday, 4 October 2015

পরিবেশ বিঞ্জান Set-4

১। জলে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী কিভাবে পানিকে বিশুদ্ধ করে?
ক. জলে অক্সিজেন ছেড়ে
খ. জলের ময়লা আহার করে
গ. জলের মধ্যে রাসায়নিক পদার্থ ছেড়ে
ঘ. সবগুলো উপায়ে

পরিবেশ বিঞ্জান Set-3

বাংলা ভাষা প্রচলন আইন জারী হয় কত সালে? উত্তর : ১৯৮৭ সালে।
প্রশ্ন : এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তর : ইউরেনিয়াম-২৩৫।

পরিবেশ বিঞ্জান set-2

১. পলিস্যাকারাইড কি?
উত্তর : গ্লাইকোজেন।
২. চাল কোন ধরণের শর্করা?
উত্তর : পলি-স্যাকারাইড।
৩. প্রাণিদেহে পানির শতকরা পরিমাণ কত?
উত্তর : ৬০-৭৫ ভাগ।

পরিবেশ বিঞ্জান Set-1

১। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ওজন হিসাবে-
ক. ০.০৫ ভাগ খ. ১.৪০ ভাগ
গ. ১.৫০ ভাগ ঘ. ১.২০ ভাগ
২। বায়ুর যে উপাদান আগুন জ্বালাতে সাহায্য করে তাকে বলে-
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন
৩। নিচের কোনটি দহনে সাহায্য করে না?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন

শিশু মনস্তত্ব

★★কে কি আবিস্কার বা প্রবর্তন করেন?★★
১.শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব/সংযোজন বাদ→থর্নডাইক।
২.শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব (Classical Conditioning)→প্যাভলভ।
৩.শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning)→স্কিনার।

Thursday, 1 October 2015

পরিবেশ বিজ্ঞান

☆ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল - তেল ।
☆ ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় - তাপবিদ্যুত্ কেন্দ্রে ।
☆ শব্দ দূষণ পরিমাপক একক হল - ডেসিবেল ।
☆ যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল - সিসা ।

Sunday, 27 September 2015

CTET SEPTEMBER, 2015 PAPER I (CHILD DEVELOPMENT AND PEDAGOGY) FULLY SOLVED


CTET Solved Question Paper 2015 (Paper– I Sept. 2015)
Part-I (Child Development and Pedagogy)
1. The period of infancy is:                                           
(1) birth to 1 year
(2) birth to 2 years
(3) birth to 3 years
(4) 2 to 3 years
Answer : (3)
2. According to Piaget, a child between 2 to 7 years is in the  ______  stage of cognitive development.
(1) Preoperational
(2) Formal operational
(3) Concrete operational
(4) Sensorimotor 
Answer : (1)

Wednesday, 16 September 2015

কিছু জানা অজানা

প্রশ্ন :অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর :জুলিয়া গিলার্ড।
প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর :সেক্সপিয়ার।
প্রশ্ন :ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা
উত্তর :২৭।
প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর :ল্যাক্টিক।

কবি ও ছদ্মনাম

কবি ও লেখকদের ছদ্মনাম
    ছদ্ম নাম                         প্রকৃত নাম
অপরাজিতা দেবী             রাধারানী দেবী
    কালকূট                         সমরেশ বসু

Monday, 14 September 2015

বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম

বিশ্বের দীর্ঘতম যা কিছু:
★পৃথিবীর দীর্ঘতম নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
★পৃথিবীর দীর্ঘতম প্রাচীর : চীনের মহাপ্রাচীর
★পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
★পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত : কক্সবাজার
★পৃথিবীর দীর্ঘতম প্রণালী : তাতার প্রণালী

ভূগোলের কিছু প্রশ্ন

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর ।

প্রশ্ন:- বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ?
উত্তর:- বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে ।

Sunday, 13 September 2015

শিশুবিকাশ

১। কোন দুটি শর্তের ওপর শিশুর বিকাশ নির্ভর করে ? (ক) বংশগতি (খ) পরিবেশ ও পরিচ্ছন্নতা (গ) বংশগতি ও পরিবেশ (ঘ) বংশগতি ও বৃদ্ধি
২। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের ধারাকে চারটি স্তরে ভাগ করেছেন । এর প্রথম স্তর— (ক) শৈশব (খ) বাল্য (গ) কৈশোর (ঘ) প্রাপ্ত বয়স

Saturday, 12 September 2015

এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ
এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের তথা বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আসুন আমরা শিখে নেই কিছু গুরুত্বপূর্ণ “এক কথায় প্রকাশ” যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আসেঃ-

ভাষা সম্পর্কিত ধারণা

ভাষার সংজ্ঞা :
সাধারণভাবে বলা যায়,মনের ভাব প্রকাশের নিমিত্তে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরের বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম ভাষা। অবশ্য উপরোক্ত সংজ্ঞা শুধু বাচনিক ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। দেহ ও মুখের ভঙ্গি এবং নানা রকম সংকেতের মাধ্যমে ও আমরা মনোভাব প্রকাশ করি। এ রূপ ভাষাকে বলে অবাচনিক ভাষা।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে,

বাংলা ব্যাকরণ: সন্ধি বিচ্ছেদ দ্বিতীয় ভাগ

সন্ধি
সন্ধি : পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে। যেমন, ‘নর + অধম = নরাধম’। এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।

সন্ধি

সন্ধি :
পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে।
যেমন, ‘নর + অধম = নরাধম’।
এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।

Friday, 11 September 2015

বাংলা ব্যাকরণ: সমাস

সমাস
সমাস হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ বা একটি পদ ও একটি উপসর্গের একপদীকরণ। যেমনঃ সু (ভালো) ব্রত যার = সুব্রত।
অর্থবাচকতা
সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন।
সন্ধি ও সমাসের পার্থক্য
সন্ধিতে মিলন ঘটে সন্নিহিত বর্ণের, সমাসে মিলন ঘটে পাশাপাশি থাকা দুই, তিন বা তার বেশি সংখ্যক পদের ।যেমন; সংখ্যা+অতীত= সংখ্যাতীত; সংখ্যাকে অতীত= সংখ্যাতীত।

Thursday, 10 September 2015

কিছু প্রশ্ন

প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : হাডসন।
প্রশ্ন : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? উত্তর : এস এস হুইলার।
প্রশ্ন : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে? উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।

টেট বাংলা

শুদ্ধ বানান (প্রশ্ন + উত্তর )
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান? ক. সদ্যজাত খ. সদ্দ্যোজাত গ. সদ্যোজাত ঘ. সদ্ব্যজাত উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান? ক. নুন্যাধিক খ. ন্যূনাধিক গ. ন্যুন্যাধিক ঘ. ন্যুনধিক উত্তরঃ খ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি? ক. কনীনিকা খ. কনিনিকা গ. কর্নিনিকা ঘ. কনিনীকা ঙ. কোনটিই নয় উত্তরঃ ক 

CHILD PEDAGOGY IMPORTANT MCQS

Q1: In the context of education, socialization means

(a) creating one's own social norms
(b) respecting elders in society
(c) adapting and adjusting to social environment
(d) always following social norms

Tuesday, 8 September 2015

প্রথম প্রাপ্তি

১। সাহিত্যে প্রথম ভারতীয় নোবেল প্রাপক —রবীন্দ্রনাথ ঠাকুর(১৯১৩)
২। জ্ঞানপীঠ পুরষ্কারপ্রাপ্তপ্রথম মহিলা—আশাপূর্ণাদেবী(১৯৭৬)
৩। ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা—ইন্দিরা গান্ধী(১৯৭১)
৪। প্রথম ভারতীয় নোবেল পুরষ্কারপ্রাপ্ত—রামকৃষ্ঞান ভেঙ্কটরামন(২০০৯)রসায়ন বিদ্যার উপর
৫। লোকসভার প্রথম মহিলা স্পিকার—মীরা কুমার(২০০৯)
৬। ভারতে প্রথম ব্যাঙ্ক —ব্যাঙ্ক অফ্ হিন্দুস্থান(১৭৭৯)
৭। ভারতে প্রথম এটিএম—এইচ এস বি সি,মুম্বাই(১৯৮৭)
৮। ভারতে প্রথম পাঁচতারা হোটেল—তাজ,মুম্বাই(১৯০৩)
৯। ভারতে প্রথম ইউনিভার্সিটি—ক্যালকাটা ইউনিভার্সিটি(১৮৫৭)
১০। ভারতে প্রথম কলেজ—ফোর্ট উইলিয়াম(১৮০০)