?affrid=alapanol

Sunday, 4 October 2015

পরিবেশ বিঞ্জান Set-1

১। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ওজন হিসাবে-
ক. ০.০৫ ভাগ খ. ১.৪০ ভাগ
গ. ১.৫০ ভাগ ঘ. ১.২০ ভাগ
২। বায়ুর যে উপাদান আগুন জ্বালাতে সাহায্য করে তাকে বলে-
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন
৩। নিচের কোনটি দহনে সাহায্য করে না?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন

৪। মানুষের নিঃশ্বাসে বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?
ক. শতকরা ২০ ভাগ
খ. শতকরা ১৯ ভাগ
গ. শতকরা ২৩ ভাগ
ঘ. শতকরা ১৬ ভাগ
৫। মানুষের শ্বাসের বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?
ক. ২০ ভাগ খ. ২১ ভাগ
গ. ২২ ভাগ ঘ. ২ ভাগ
৬। কোনো বস্তুতে আগুন লাগলে সেটি ঢেকে দিলে আগুন নিভে যায় কেন?
ক. অক্সিজেনের অভাবে
খ. নাইট্রোজেনের অভাবে
গ. ক ও খ
ঘ. হাইড্রোজেনের অভাবে
৭। কিছু বরফ কাচের গ্লাসে রাখলে গ্লাসের বাইরের জমা হওয়া জল কী প্রমাণ করে?
ক. বাতাস জলীয় বাষ্পের উপস্থিতি
খ. বাতাসে ধূলিকণার উপস্থিতি
গ. বাতাসে মেঘের উপস্থিতি
ঘ. সবগুলো
৮। জলভর্তি গ্লাসের মুখে একটি শক্ত কাগজের বোর্ড দিয়ে গ্লাসটিকে উপুড় করলে জল পড়ে যায় না। এটি বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ করে?
ক. ঊর্ধ্বচাপ খ. নিম্নচাপ
গ. পার্শ্বচাপ ঘ. সবগুলো
৯। বাতাসে নাইট্রোজেন থাকায় বাতাস-
ক. সক্রিয় থাকে
খ. নিষ্ক্রিয় থাকে
গ. ব্যবহার উপযোগী থাকে
ঘ. ক+খ
১০। বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য নয়-
বায়ু সমসত্ব মিশ্রণ
বায়ু যৌগিক পদার্থ
iii. বায়ু একটি মিশ্র পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বেলুনের মধ্যে বাতাস ভরে তার ভর নির্ণয় করলে নিচের কোনটি সঠিক হবে না?
বেলুনের ওজন বেশি হবে
বেলুনভর্তি বাতাসের ওজন বেশি হবে
iii. বেলুনের চেয়ে বাতাসের ওজন বেশি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. র, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ

No comments:

Post a Comment