?affrid=alapanol

Friday 31 January 2014

notification wbssc




শিক্ষক নিয়োগে রাজ্যে এবার দু’টি পৃথক পরীক্ষা৷ ন্যূনতম স্নাতক যোগ্যতায় দেওয়া যাবে টেট৷ অনার্স বা স্নাতকোত্তর যোগ্যতায় আলাদা লিখিত পরীক্ষা৷ পরীক্ষা হবে দু’দিনে৷ এসএসসি টেট হবে ৯ মার্চ৷ ৩০ জানুয়ারি থেকে টেট-এর ফর্ম বিলি ডাকঘর থেকে৷ ৮ ফেব্রুয়ারি ফর্ম তোলা ও জমা দেওয়ার শেষ দিন৷রাজ্যের ৮৪৭টি ডাকঘর থেকে ফর্ম তোলা যাবে৷ নবম থেকে দ্বাদশের জন্য বিষয় ভিত্তিক পরীক্ষা৷ টেট-এর ফল প্রকাশের পর জানানো হবে সেই পরীক্ষার দিন৷ সেই পরীক্ষার জন্য ১২ ফেব্রুয়ারি থেকে ফর্ম তোলা যাবে ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা বিধিতে এসেছে বদল৷অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের জন্য নেওয়া হবে টেট৷ টেটে বসার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকে ৫০ শতাংশ নম্বর৷ পরীক্ষার পূর্ণমান হবে ১৫০৷তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ভাষা এবং শিশুমনস্তত্ত্ব থাকবে ৯০ নম্বরের৷ বিজ্ঞান বা কলা বিষয়ে পরীক্ষা হবে বাকি ৬০ নম্বরের৷সমস্ত প্রশ্নপত্রই হবে মাল্টিপল চয়েস পদ্ধতিতে৷ নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য আরেক পরীক্ষা৷ টেটে না বসেও সরাসরি বসা যাবে এই পরীক্ষায়৷ এই পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা অনার্স বা স্নাতকোত্তরে ৪০ শতাংশ নম্বর৷ এখানে পরীক্ষা হবে বিষয়ভিত্তিক৷ পরীক্ষার পূর্নমান ৬০৷ প্রাথমিক শিক্ষা পর্যদ ঘোষণা করেছে টেট-র দিন৷ আপাতত শূন্য পদ ২২ হাজার৷ তার ওপর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার শূন্য পদ প্রায় ৩০ হাজার৷ সব মিলিয়ে নিয়োগ বিতর্কের মধ্যেই ফের ৫০ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের বার্তা সরকারের৷

No comments:

Post a Comment