?affrid=alapanol

Wednesday, 14 October 2015

প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট

● মোঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর ।
● মোঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয়বাহাদুর শাহ
● মোঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর ।
● সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন(প্রথম মহারাজা সামন্ত সেন এর পুত্রহেমন্ত সেন)

Friday, 9 October 2015

পুরো নাম

I. ITI-Industrial Training Institute.
II. IIT -Indian Institute of Technology.
III. NEP- National Educational Policy.
IV. S.C.E.R.T -State Council of Educational Research And Training
V. PLATO-Programmed Logic for Automatic Teaching Operation.

Sunday, 4 October 2015

পরিবেশ বিঞ্জান Set-4

১। জলে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী কিভাবে পানিকে বিশুদ্ধ করে?
ক. জলে অক্সিজেন ছেড়ে
খ. জলের ময়লা আহার করে
গ. জলের মধ্যে রাসায়নিক পদার্থ ছেড়ে
ঘ. সবগুলো উপায়ে

পরিবেশ বিঞ্জান Set-3

বাংলা ভাষা প্রচলন আইন জারী হয় কত সালে? উত্তর : ১৯৮৭ সালে।
প্রশ্ন : এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তর : ইউরেনিয়াম-২৩৫।

পরিবেশ বিঞ্জান set-2

১. পলিস্যাকারাইড কি?
উত্তর : গ্লাইকোজেন।
২. চাল কোন ধরণের শর্করা?
উত্তর : পলি-স্যাকারাইড।
৩. প্রাণিদেহে পানির শতকরা পরিমাণ কত?
উত্তর : ৬০-৭৫ ভাগ।

পরিবেশ বিঞ্জান Set-1

১। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ওজন হিসাবে-
ক. ০.০৫ ভাগ খ. ১.৪০ ভাগ
গ. ১.৫০ ভাগ ঘ. ১.২০ ভাগ
২। বায়ুর যে উপাদান আগুন জ্বালাতে সাহায্য করে তাকে বলে-
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন
৩। নিচের কোনটি দহনে সাহায্য করে না?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. মিথেন ঘ. নাইট্রোজেন

শিশু মনস্তত্ব

★★কে কি আবিস্কার বা প্রবর্তন করেন?★★
১.শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব/সংযোজন বাদ→থর্নডাইক।
২.শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব (Classical Conditioning)→প্যাভলভ।
৩.শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning)→স্কিনার।

Thursday, 1 October 2015

পরিবেশ বিজ্ঞান

☆ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল - তেল ।
☆ ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় - তাপবিদ্যুত্ কেন্দ্রে ।
☆ শব্দ দূষণ পরিমাপক একক হল - ডেসিবেল ।
☆ যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল - সিসা ।